স্বাস্থ্যমন্ত্রী
রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম দেশের সব হাসপাতালে আছে

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ১৯:৫১ | আপডেট: ২৭ জুন ২০২৪ | ২১:১৭
দেশের সব হাসপাতালে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের অ্যান্টিভেনম রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ‘রাসেলস ভাইপার: ভয় বনাম ফ্যাক্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। সেমিনারে রাসেলস ভাইপার সাপে আক্রান্ত হলে কী করণীয় আর কী করণীয় না, তা নিয়ে বিস্তারিত জানানো হয়।
সাংবাদিকদের উদ্দেশে রাসেলস ভাইপার সংক্রান্ত সত্য তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। সর্পদংশনে আক্রান্ত রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া অপরিহার্য উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সংসদ সদস্যদের অনেক হ্যান্ডস আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে। রোগী হাসপাতালে আনার দায়িত্ব যদি আপনারা নেন এবং দ্রুত চিকিৎসকদের কাছে নিয়ে আসেন, তাহলে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা যাবে। রোগীকে যত দ্রুত হাসপাতালে নিয়ে আসা যায়, আমরা তাকে বাঁচাতে পারি। ভ্যাকসিন নেই, রোগী মারা গেছে– দয়া করে এই ভুল তথ্য কেউ দেবেন না। ভুল তথ্য দিলে মানুষ আতঙ্কিত হয়। রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম দেশের প্রতিটি হাসপাতালে আছে।’
সেমিনারে বৈজ্ঞানিক সেশনে বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়য়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আবু রেজা, রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু শাহীন মো. মাহবুবুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. টিটু মিঞার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, বিএসএমএমইউ উপাচার্য ডা. দীন মো. নূরুল হক, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিব স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর। বিশেষজ্ঞ প্যানেলে দেশের স্বাস্থ্যসেবা খাতের বরেণ্য ব্যক্তিরা বক্তব্য দেন।
- বিষয় :
- রাসেলস ভাইপার
- স্বাস্থ্যমন্ত্রী