হলি আর্টিসানে জঙ্গি হামলায় নিহত সাত জাপানিকে স্মরণ

হলি আর্টিসানে জঙ্গি হামলায় নিহত সাত জাপানিকে স্মরণে এমইআইসিতে জাইকার স্মরণসভা। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ২২:৪৯
রাজধানীর গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলায় প্রাণ হারান ৭ জাপানি পরামর্শক। তাদের স্মৃতির স্মরণে সভা করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
বুধবার রাজধানীর উত্তরায় মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে (এমইআইসি) এ স্মরণসভা হয়। বাংলাদেশ সরকার, জাপান সরকার এবং তিন জাপানি পরামর্শদাতা প্রতিষ্ঠানের (আলমেক করপোরেশন, ওরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল ও কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল) অংশীদারিত্বে এ আয়োজন করা হয়। নিহত ওই সাত জাপানি কর্মকর্তা ঢাকা ম্যাস র্যাতপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
স্মরণসভায় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই বলেন, মর্মান্তিক ওই দুর্ঘটনার ৮ বছর পার হয়েছে। বাংলাদেশের উন্নয়নে নিজেদের শ্রম ও মূল্যবান সময় দিয়েছেন এমন মানুষদের হারিয়ে আমি গভীরভাবে দুঃখিত। নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন যেসব পরিবার, তাদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।
এ সময় নিহতদের স্মরণে বিশেষ বার্তা দিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর-জেনারেল/ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কুসাকাবে হিদেকি, কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট নাকামুরা তোমোহিকো, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্যাসিফিক উইং) তৌফিক হাসান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।
- বিষয় :
- হলি আর্টিসান
- জঙ্গি
- হামলা
- স্মরণসভা