কর ফাঁকির মামলা
কারাগারে হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদ

আদালতে পুলিশ হেফাজতে লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদ। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৪ | ২১:২৪ | আপডেট: ১০ জুলাই ২০২৪ | ২১:২৯
কর ফাঁকি ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় হোটেল লা মেরিডিয়ানের মালিক ও ক্যাপিটেল বনানী ওয়ান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামস জগলুল হোসেন বুধবার এ আদেশ দেন।
এদিন আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন আমিন আহমেদ। তাঁর পক্ষে এহসানুল হক সমাজী জামিন চেয়ে শুনানি করেন। দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। পরে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০২৩ সালের ৩ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট বাজারের ৩০.২৫ কাঠা জমি ক্রয় দেখিয়ে প্রায় ৯৫ কোটি টাকা গোপন করার চেষ্টা এবং সাড়ে ৮ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু, আমিন আহমেদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের উপপরিচালক নুরুল হুদা এ মামলা করেন।