ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সুজনের বিবৃতি 

প্রতিটি হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত দাবি

প্রতিটি হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত দাবি

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪ | ২২:২৯

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। পাশাপাশি এ বিষয়ে ঢালাওভাবে মামলা ও গ্রেপ্তার বন্ধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার সংগঠনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের জেরে সৃষ্ট অচলাবস্থা এখনও নিরসন হয়নি। গণমাধ্যমের তথ্যানুযায়ী, নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সরকারের পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া, স্বার্থান্বেষী মহলের ইন্ধন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের ফলে এত প্রাণহানির ঘটনা ঘটেছে বলে তারা মনে করেন। এতে দেশে গণতন্ত্র ও সুশাসনের ঘাটতি পরিলক্ষিত হয়েছে। কোনো স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো অধিকার আদায়ের লড়াইয়ে এত প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 

বিবৃতিতে নিরপেক্ষ ব্যক্তি ও বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিশন গঠন করে প্রতিটি হত্যার নির্মোহ তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়।

বিবৃতিদাতারা বলেন, আন্দোলনের নামে সহিংসতা চালানো এবং সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভবিষ্যতে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সামর্থ্য ও প্রস্তুতি বাড়ানো দরকার। 

আদালতের নির্দেশনা মেনে কোটা পদ্ধতির সংস্কার করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিদাতারা আরও বলেন, আন্দোলন ঘিরে যাতে ভবিষ্যতে শিক্ষার্থীদের আর হয়রানি না করা হয়। নিয়মিত ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি অবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা এবং তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতেও আহ্বান জানান তারা।
 

আরও পড়ুন

×