কঠোর হাতে নৈরাজ্যবাদীদের দমনের আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪ | ০৯:৪০ | আপডেট: ০৫ আগস্ট ২০২৪ | ১১:২৪
কঠোর হাতে নৈরাজ্যবাদীদের দমন করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল জাতীয় নিরাপত্তাবিষয়ক সর্বোচ্চ নীতি নির্ধারক কর্তৃপক্ষ নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির বৈঠকে এ আহ্বান জানান সরকারপ্রধান। খবর বাসসের
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার জানান, প্রধানমন্ত্রীর বলেছেন, যারা এখন সহিংসতা চালাচ্ছে তাদের কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এ সময় প্রধানমন্ত্রী নিরাপত্তাবিষয়ক বিভিন্ন নির্দেশনা দিয়েছেন বলে জানান প্রেস সচিব।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানরা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), পুলিশের মহাপরিদর্শক (আইজিপি); বিজিবি, এনএসআই ও ডিজিএফআই মহাপরিচালক, এনসিএসএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), র্যাব মহাপরিচালক (ডিজি) এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান উপস্থিত ছিলেন।