চলমান পরিস্থিতিতে হিন্দু আইন সংস্কার পরিষদের ক্ষোভ

ড. ময়না তালুকদার ও পুলক ঘটক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪ | ০৪:৫৫
ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নারকীয় অত্যাচার চালাচ্ছে উল্লেখ করে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ। সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করাসহ অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার জন্য রাষ্ট্রের দায়িত্ব গ্রহণকারী কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার হিন্দু আইন সংস্কার পরিষদের সভাপতি অধ্যাপক ড. ময়না তালুকদার ও সাধারণ সম্পাদক পুলক ঘটক এক বিবৃতিতে এসব দাবি জানান।
তারা বলেন, অসংখ্য মানুষ আজ আক্রান্ত ও বিপন্ন। হুমকি, হত্যা, নির্যাতন, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, অগ্নিসংযোগসহ নানাবিধ অত্যাচারে দিশেহারা মানুষের আর্তনাদে বাতাস ভারি হয়ে যাচ্ছে। এসবের নিন্দা জানানোর ভাষাও জানা নেই।
বিবৃতিতে বলা হয়, দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য এবং সংঘবদ্ধভাবে অপরাধীদের প্রতিহত করার জন্য হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর আস্থা রক্ষা করতে হবে। সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের বিবেকবান জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
- বিষয় :
- হিন্দু পরিষদ