সারাদেশে দিন ও রাতের আবহাওয়া কেমন থাকবে

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪ | ১৭:৫২ | আপডেট: ৩০ আগস্ট ২০২৪ | ১৭:৫৫
মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টিপাত কমেছে। আগামী এক সপ্তাহে ক্রমান্বয়ে দেশে আবহাওয়া পরিবর্তন হতে পারে। বৃষ্টি কমে গিয়ে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সমকালকে বলেন, মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় বৃষ্টিপাতের আওতা কমতে শুরু করেছে। ফলে বাড়তে শুরু করেছে দিন-রাতের তাপমাত্রা।
তিনি আরও বলেন, বর্ষার এখন শেষ মুহূর্ত। তাই বিচ্ছিন্নভাবে দুয়েক জায়গায় বৃষ্টি হচ্ছে। গতকাল ৫ বিভাগ ছিল বৃষ্টিশূন্য। এখন ক্রমান্বয়ে গরম বাড়বে। দিন ও রাতের তাপমাত্রাও বাড়তে থাকবে।
আজ সকালের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়।
আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২৭ মিলিমিটার বৃষ্টি ঝরেছে রাঙামাটিতে। এছাড়া চট্টগ্রামের আমবাগান ও কুমিল্লায় ৯ মিলিমিটার, নোয়াখালীর হাতিয়ায় ৮, বান্দরবানে ৭ মিলিমিটারসহ দেশের বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টি হয়েছে।
সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতি ভারি বৃষ্টিপাত।
গতকাল দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে। এসময় ঢাকার তাপমাত্রা উঠেছিল ৩৫ ডিগ্রিতে।
সাধারণত বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।