ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পরিবেশ উপদেষ্টা বললেন

পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা হবে

পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা হবে

সভায় বক্তব্য দিচ্ছেনপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:৫৩

পণ্যে পাটজাত মোড়কের বহুল ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এ সংক্রান্ত আইনের যথাযথ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে ব্যবসায়ীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে নীতিগত সহায়তা দেবে পরিবেশ মন্ত্রণালয়।

রোববার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে ‘পরিবেশ বান্ধব পাট খাত এবং পাট শিল্পের সমস্যা উত্তরণ’ বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

পাট শিল্পের সংকট মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সৈয়দা রিজওয়ানা বলেন, প্লাস্টিক ব্যাগে খাদ্যপণ্যের যে স্বাস্থ্যঝুঁকি আছে তা থেকে পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হবে। পলিথিন উৎপাদন রোধে প্রচারাভিযান চালানো হবে। পাট খাত দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ। এ শিল্প টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ দরকার।

অনুষ্ঠানে পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, সারাদেশে পাটের ব্যাগ চালু করতে হবে। সেজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। পণ্যে পাট মোড়কের আইনটি বাস্তবায়ন শুরু করতে হবে। প্রথমে আটা, চাল, ধানের ব্যাগ দিয়ে এর প্রয়োগ করা হবে। সুপারশপগুলোতে প্লাস্টিকের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে সার্বিক সহায়তা করা হবে।
  
বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আবদুর রউফ, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান রবিউল আহসান ও মহাসচিব আবদুল বারিক খান প্রমুখ। দেশের বিভিন্ন পাট কলের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা এ শিল্পের বর্তমান পরিস্থিতি এবং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন। পরে পরিবেশ উপদেষ্টা অটোব্রিক্স মালিক সমিতির সঙ্গে মতবিনিময় করেন।


 

আরও পড়ুন

×