ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

লেবাননে যুদ্ধ পরিস্থিতি 

নিরাপদ আশ্রয়প্রত্যাশী প্রবাসীদের দূতাবাসে যোগাযোগের পরামর্শ

নিরাপদ আশ্রয়প্রত্যাশী প্রবাসীদের দূতাবাসে যোগাযোগের পরামর্শ

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। ছবি- ভিডিও থেকে নেওয়া।

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:২৪

ইসরায়েলি হামলার কারণে লেবাননে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় দেশটিতে থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ দূতাবাস থেকে। এ ছাড়া যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন তাদের দূতাবাসে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে। 

রোববার লেবানন দূতাবাসের ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়েছেন রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।

এতে বলা হয়, লেবাননের বৈরুত, দক্ষিণ ও পূর্বাঞ্চলে যারা অবস্থান করছেন, তারা অত্যন্ত সংঘাতপূর্ণ সময় পার করছেন। ৪-৫ দিন ধরে পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। যে বাংলাদেশিরা এসব এলাকার কাছে অবস্থান করছিলেন, দূতবাস থেকে দ্রুত তাদের স্থান ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। জাভেদ তানভীর বলেন, ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে যারা নিজ কর্মস্থল ও আবাসস্থল ছেড়ে নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছেন, তাদের তথ্য সংগ্রহ করে সামর্থ্য অনুযায়ী দূতাবাস থেকে সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন তারা দূতাবাসে যোগাযোগ করলে তুলনামূলক নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। প্রবাসীদের মধ্যে যারা বিপদগ্রস্ত, তাদের অন্য প্রবাসীরা সহযোগিতা করছেন। অনেক সামাজিক সংগঠন এ ক্ষেত্রে এগিয়ে এসেছে।

রাষ্ট্রদূত বলেন, লেবাননের পরিস্থিতি এবং বাংলাদেশিদের চাহিদার বিষয় নিয়মিতভাবে ঢাকায় জানানো হচ্ছে। যে কোনো সমস্যা দ্রুত অবহিত করতে বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে, যাতে দূতাবাস পাশে থাকতে পারে। তিনি বলেন, আজ (গতকাল) বিশেষ অবনতিশীল পরিস্থিতির কারণে বৈরুতের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড, উন্মুক্ত গোলাগুলি, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, যানবাহন ভাঙচুরসহ বেশ কিছু ঘটনা ঘটেছে।

লেবাননে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিজস্ব ব্যবস্থাপনায় দেশে ফিরতে আগ্রহীদের প্রয়োজনীয় পরামর্শের জন্য দূতাবাসের ফ্রন্ট ডেস্ক-৭১২১৭১৩৯, হটলাইন নম্বর-৭০৬৩৫২৭৮, হেল্পলাইন নম্বর-৮১৭৪৪২০৭ এবং [email protected] ই-মেইল ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। লেবাননে বর্তমানে প্রায় এক লাখ বাংলাদেশি আছেন। তাদের বেশির ভাগই শ্রমিক।

আরও পড়ুন

×