ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদার গ্রেপ্তার

সাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদার গ্রেপ্তার

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪ | ০১:৩৭

সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাবেক এমপি সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নিয়ে আসা হয় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। আজ শুক্রবার সাধন মজুমদারকে আদালতে হাজির করার কথা রয়েছে। ডিবি সূত্র জানায়, সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

টানা চারবার এমপি ছিলেন সাধন চন্দ্র মজুমদার। তাঁর বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। নানা অপকর্মে তাঁর সঙ্গী ছিলেন ভাতিজা রাজেশ মজুমদার, ছোট ভাই মনোরঞ্জন মজুমদার মনা, ছোট মেয়ে তৃণা মজুমদার এবং দুই জামাতা আবু নাসের বেগ ও নাসিম আহম্মেদ। 

সূত্র জানায়, দুর্নীতির টাকার লেনদেন হতো মন্ত্রীর বেইলি রোডের সরকারি বাসায়। সেই বাসভবন সন্ধ্যা থেকেই খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার পদভারে গমগম করত। প্রকাশ্য নিলামের মাধ্যমে দরদাম ঠিক করে পছন্দমাফিক বদলি কিংবা পদায়ন নিতেন কর্মকর্তারা। প্রতি পদায়নে ৩০ লাখ থেকে সর্বোচ্চ কোটি টাকা পর্যন্ত নিলাম উঠত। 

এ ছাড়া ধান-চাল বেশি উৎপাদন হয়– এমন তালিকাভুক্ত জেলার বাইরেও যে কোনো স্থান ও পদে পদায়নের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হতো সাধন সিন্ডিকেটকে। 

এদিকে ছাত্র-জনতার আন্দোলনে হামলায় জড়িত কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, রাজধানীর রূপনগর থানা আওয়ামী লীগের সহসভাপতি গফুর মোল্লা ও যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে রূপনগরের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি শটগান, আট রাউন্ড গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ জব্দ করা হয়। 

পুলিশ জানায়, গত ২০ জুলাই বিকেলে মিরপুর-১০ সংলগ্ন প্রশিকার মোড় মেইন রোডে শামীম হাওলাদার নামে একজন গুলিবদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ভুক্তভোগীর চাচাতো ভাই রূপনগর থানায় গত ১৫ সেপ্টেম্বর মামলা করেন। তদন্তকালে ভিডিও ফুটেজ ও গণমাধ্যমে পাওয়া ফুটেজ পর্যালোচনা করে গফুরকে শনাক্ত করা হয়। একই দিন সন্ধ্যায় আন্দোলনে হামলার আরেক মামলায় পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এবং ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক আবুলকে গ্রেপ্তার করেছে ডিবি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ। তিনি পল্টন, যাত্রাবাড়ী ও রমনা থানার তিনটি মামলার আসামি।

হামলার ইন্ধনদাতা সুলতান গ্রেপ্তার
ছাত্র আন্দোলনে হামলার ইন্ধনদাতা ও চিহ্নিত চাঁদাবাজ ইমরান হোসেন ওরফে সুলতানকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। গত বুধবার রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন এলাকা থেকে তাঁকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করা হয়। এর আগে তুরাগ থানায় বৃন্দাবন পূজা মার্কেটের স্টাইলস কিচেন রেস্টুরেন্টের মালিক মেহেদী হাসানের অভিযোগের ভিত্তিতে সুলতানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়। 
 

আরও পড়ুন

×