ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দুর্নীতি করে কেউ পার পাবে না: বিমানের এমডি

দুর্নীতি করে কেউ পার পাবে না: বিমানের এমডি

বুধবার বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে এটিজেএফবির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪ | ১৪:০৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ | ১৮:৩৭

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. সাফিকুর রহমান বলেছেন, সকলকে নিয়ম মেনে কাজ করতে হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না। 

বুধবার বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে এটিজেএফবির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ওটিপি গত মাসের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে। কেবিন ক্রু থেকে শুরু করে সব বিভাগেই কঠোরভাবে নজরদারি এবং জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।

আমরা চাই বিমানের উন্নতি হোক। বাংলাদেশের উন্নয়ন হোক। আমাদের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা। এজন্য অবাধ তথ্য সরবরাহের বিকল্প নেই। স্বচ্ছতা এবং জবাহদিহিতা নিশ্চিত করা খুবই জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ এটিজেএফবি এস সভাপতি তানজিম আনোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বিপ্লব, সহসভাপতি রাজীব ঘোষ, সাংগঠনিক সম্পাদক ইমরুল কাওসার ইমন, নির্বাহী কমিটির সদস্য খালিদ আহসান, মাসুদ রুমী, সিনিয়র সদস্য রিতা নাহার, আবুল আজাদ সোলায়মান, পারভেজ নাদির রেজা, কামরান সিদ্দিকী, শহিদুল আলম প্রমুখ।

আরও পড়ুন

×