ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুকে নিয়ে তথ্য উপদেষ্টার বক্তব্যে মহিলা পরিষদের উদ্বেগ 

বঙ্গবন্ধুকে নিয়ে তথ্য উপদেষ্টার বক্তব্যে মহিলা পরিষদের উদ্বেগ 

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪ | ১৮:৩৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, অন্তর্বর্তী সরকারের একজন তরুণ উপদেষ্টা তার বক্তব্যের মাধ্যমে জাতির মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে অস্বীকার করেছেন যা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এ দেশের প্রতিটি নাগরিকের অহংকার। এ দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবিসংবাদিত ভূমিকা ঐতিহাসিকভাবে স্বীকৃত। ৭ মার্চের ভাষণ দলমত নির্বশেষে এ দেশের স্বাধীনতাকামী মানুষকে উজ্জীবিত করেছে। আপামর জনগণ দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং এই ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। ইতিহাস না জানা বা ইতিহাসকে অস্বীকার করা যেকোনো জাতির জন্য অগৌরবের এবং অবিবেচনাপ্রসূত।

অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টার এই বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে জানায় বাংলাদেশ মহিলা পরিষদ। 

আরও পড়ুন

×