ঋণের নামে অর্থ আত্মসাৎ
ইসলামী ব্যাংকের ২৩ জনকে দুদকে তলব

ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪ | ২০:৫৫
চট্টগ্রামের আসাদগঞ্জের মেসার্স মুরাদ এন্টারপ্রাইহেজর মালিক মো. গোলাম সরওয়ার চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে ঋণের নামে ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকের ২৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদেরকে আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
এ লক্ষ্যে গত ৩ নভেম্বর দুদক থেকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ওই ২৩ জনের তালিকা পাঠানো হয়েছে। দুদক উপপরিচালক মো. ইয়াছির আরাফাতের নেতৃত্বে তিন সদস্যের টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে।
চট্টগ্রামের মুরাদ এন্টারপ্রাইজের মালিক গোলাম সরওয়ার চৌধুরী, ইউনাইটেড সুপার ট্রেডার্সের মালিক মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী ও মেসার্স সেঞ্চুরি ফুড প্রোডাক্টসের মালিক মো. আরিফুল ইসলাম চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানে লক্ষ্যে ব্যাংকের প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য যাদেরকে ডাকা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- এসইভিপি মুহাম্মদ সাইদ উল্লাহ, ডিএমডি তাহের আহমদ চৌধুরী, এসইভিপি আবু সৈয়দ মো. ইদ্রিস, ডিএমডি এএএম হাবিবুর রহমান, ডিএমডি হাসনে আলম, ডিএমডি মো. আব্দুল জব্বার, ডিএমডি মো. সিদ্দিকুর রহমান, ডিএমডি কাজী মো. রেজাউল করিম, ডিএমডি মিফতাহ উদ্দিন, ডিএমডি এএফএম কামালুদ্দিন, ডিএমডি মো. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, এসইভিপি মো. আলতাফ হোসাইন, এফসিএস জে কিউ এম হাবিবুল্লাহ, এসইভিপি জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, এএমডি মো. কাওসার আলী ও মো. ওমর ফারুক খান।