ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হলেন আব্দুর রউফ

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হলেন আব্দুর রউফ

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪ | ১৫:১৭

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে নিয়োগের কথা বলা হয়েছে। 

এতদিন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ছিলেন মো. সাইদুর রহমান। তাঁকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। 
 

আরও পড়ুন

×