ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাক্ষী সুরক্ষা প্রটোকল চূড়ান্তে আইসিসির প্রধান কৌঁসুলি দেশে

সাক্ষী সুরক্ষা প্রটোকল চূড়ান্তে আইসিসির প্রধান কৌঁসুলি দেশে

করিম এ এ খান। ছবি: সংগৃহীত

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ২২:৪৬

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অফিস অব দ্য প্রসিকিউটরের প্রস্তাবিত সাক্ষী সুরক্ষা প্রটোকল চূড়ান্ত করতে বাংলাদেশ সফরে এসেছেন এর প্রধান কৌঁসুলি করিম এ এ খান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চার দিনের সফরে সোমবার ঢাকায় এসেছেন তিনি। থাকবেন বৃহস্পতিবার পর্যন্ত।

বাংলাদেশে পৌঁছে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যান প্রধান কৌঁসুলি। আগামীকাল তাঁর ঢাকায় ফেরার কথা। সফরকালে প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

বর্তমানে বাংলাদেশে সাক্ষী সুরক্ষা প্রটোকল চূড়ান্তকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার মতামতও নেওয়া হয়েছে। বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন করিম এ এ খান।

রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধ হয়েছে কিনা, সেটির তদন্ত করছে আইসিসি। সফরকালে এ তদন্ত নিয়েও কাজ করবেন প্রধান কৌঁসুলি।

আরও পড়ুন

×