ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ওবায়দুল কাদের দেশ ছাড়লেন কীভাবে ব্যাখ্যা চান আদালত

ওবায়দুল কাদের দেশ ছাড়লেন কীভাবে ব্যাখ্যা চান আদালত

ওবায়দুল কাদের

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪ | ২৩:৩২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ | ০৭:৪২

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কীভাবে দেশ ছেড়েছেন– আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সেই ব্যাখ্যা চেয়েছেন আদালত। ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে’র অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গতকাল মঙ্গলবার এ কথা জানান।
এদিকে একই দিন রাজধানীতে এক সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা সরকারের জানা ছিল না। জানলে তাঁকে গ্রেপ্তার করা হতো।

গতকাল ট্রাইব্যুনালে শুনানির পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেছি, ওবায়দুল কাদের গত তিন মাস দেশে ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি কোথায় কীভাবে ছিলেন এবং কেন তাঁকে গ্রেপ্তার করা হয়নি বা পরে কীভাবে তিনি দেশের সীমান্ত অতিক্রম করেছেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে এ ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তাজুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার প্রক্রিয়ার ব্যাপারে ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন। এ ছাড়া ভারতের সঙ্গে যেসব দেশবিরোধী চুক্তি করা হয়েছে, সেগুলোর বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে– তা জানার জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলেছেন ট্রাইব্যুনাল। 
চিফ প্রসিকিউটর বলেন, যদি কেউ আদালতের নির্দেশনা থাকার পরও কাউকে পালাতে সাহায্য করেন, তাহলে আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা সরকার জানত না: স্বরাষ্ট্র উপদেষ্টা
এদিকে ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা সরকার জানত না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিশেষ সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন, ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানলে তাঁকে গ্রেপ্তার করা হতো।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের মনোবল আগের থেকে বেড়েছে। তবে পুরোদমে কাজ শুরু করতে সময় লাগবে। তিনি আরও বলেন, পুলিশের যারা পালিয়ে আছেন, তারা আমাদের কাছে অপরাধী, তাদের পাওয়া গেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইন্টারপোলকে আবারও সহায়তা করার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন

×