ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মাউশির মহাপরিচালকের চলতি দায়িত্ব পেলেন এ বি এম রেজাউল করীম

মাউশির মহাপরিচালকের চলতি দায়িত্ব পেলেন এ বি এম রেজাউল করীম

এবিএম রেজাউল করীম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪ | ১৫:৩৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ | ১৬:৩৫

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেয়েছেন এবিএম রেজাউল করীম। তিনি মাউশির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে কর্মরত ছিলেন।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. রেবেকা সুলতানা (কলেজ-২ শাখা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়,  বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এ বি এম রেজাউল করীমকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হলো। 

পদায়নের শর্তে বলা হয়েছে, এ চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়; এ চলতি দায়িত্ব প্রদানের কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না।  সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তাঁর যোগদানের তারিখ থেকে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২৫ আগস্ট মাউশির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পান অধ্যাপক এ বি এম রেজাউল করীম। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, মাউশির নতুন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) পদে কর্মরত এ বি এম রেজাউল করীমকে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা (আয়ন-ব্যয়ন ক্ষমতা) নির্দেশক্রমে দেওয়া হলো।

প্রসঙ্গত, ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে পদত্যাগের হিড়িকের মধ্যে ২১ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক নেহাল আহমেদ।
 

আরও পড়ুন

×