ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফায়ার ফাইটার সোহানুরের জানাজা অনুষ্ঠিত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪ | ১৪:২৭ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ | ১৫:১১

রাজধানীর সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভানোর সময় ট্রাক চাপায় নিহত মো. সোহানুর জামান নয়নের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

সোহানুরের জানাজা নামাজে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগে সচিবালয়ের আগুন নির্বাপণের সময় সামনের সড়কে পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী নয়ন আহত হন। তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন।

জানা যায়, নিহত মো. সোহানুর জামান নয়ন ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের মো. আখতারুজ্জামানের ছেলে। সোহান বাবা-মায়ের একমাত্র ছেলে। তার একজন বড় বোন আছেন (বিবাহিত)। 


 

আরও পড়ুন

×