ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দাঁড়ানো গাড়িকে বাসচাপা, নিহত ৫

দাঁড়ানো গাড়িকে বাসচাপা, নিহত ৫

ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। ঘটনাস্থলে সেনাসদস্যদের উদ্ধার তৎপরতা। শুক্রবার দুপুরে তোলা -সমকাল

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ | ০০:৪৯ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ | ০৮:০৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় মা, দুই মেয়ে, এক নাতিসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ইকবাল হোসেনের স্ত্রী আমেনা আক্তার (৪৫), তাঁর মেয়ে ইসরাত জাহান ইমি (২৬) ও রিয়া মনি (১১), রাজধানীর কদমতলীর জুরাইন এলাকার বাসিন্দা মো. সোহাগের ছেলে আইয়াজ হোসেন (২) ও হাতিরঝিল এলাকার বাসিন্দা সুমন মিয়ার ছেলে মো. আবদুল্লাহ (৭)। শিশু আইয়াজ নিহত আমেনার নাতি। আহতদের মধ্যে রয়েছেন আমেনার আরেক মেয়ে অনামিকা আক্তার (২৪), আবদুল্লাহর বাবা সুমন মিয়া (৩০) ও মা রেশমা আক্তার (২৮)। সুমন ও রেশমাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে। আহত অন্যরা ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গতকাল বেলা ১১টার দিকে স্ত্রী-সন্তান নিয়ে মাওয়ার দিকে যাচ্ছিলেন সুমন। ধলেশ্বরী টোল প্লাজায় মোটরসাইকেল থামিয়ে তিনি টোল পরিশোধ করছিলেন। পেছনে সিরিয়ালে ছিল একটি মাইক্রোবাস ও প্রাইভেটকার। এ সময় ঢাকা-কুয়াকাটা রুটে চলাচলকারী ব্যাপারী পরিবহনের একটি দ্রুতগতির বাস টোলপ্লাজায় ঢুকে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায়। এতে দুমড়েমুচড়ে যায় প্রাইভেটকার। মোটরসাইকেলে থাকা শিশু আব্দুল্লাহ ঘটনাস্থলেই প্রাণ হারায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে প্রাইভেটকারে চার যাত্রীর মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করেছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়ার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রাকচাপায় করিমনের (তিন চাকার ইঞ্জিনচালিত ভ্যান) যাত্রী চার কৃষি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। গতকাল ভোরে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের আব্দুল জলিল (৬০) ও খোকন মিয়া (২৭) এবং ছোন্দহ গ্রামের মো. ধনী (৫০) ও মো. রাসেল (২৭)। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোরে কয়েকজন কৃষি শ্রমিক পেঁয়াজ লাগানোর জন্য একটি করিমনে মাধপুর এলাকার দিকে যাচ্ছিলেন। মাঝপথে করিমনের সমস্যা হলে রাঙামাটি এলাকায় সড়কের পাশে থামিয়ে মেরামত করছিলেন চালক। ঘন কুয়াশায় দেখতে না পেয়ে মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই করিমনের তিন যাত্রী মারা যান। আহত হন পাঁচজন। দুপুরে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল জলিলের মৃত্যু হয়।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ দু’জন নিহত হয়েছেন। গতকাল কুতুবখালী উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। তাদের পরিচয় জানা যায়নি। নিহত পুরুষের বয়স আনুমানিক ৭০ ও নারীর ৬০ বছর। (প্রতিবেদনে তথ্য দিয়েছেন সমকাল প্রতিবেদক ও সংশ্লিষ্ট প্রতিনিধি)

আরও পড়ুন

×