ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আইজিপি বললেন

দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে জাদু নেই

দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে জাদু নেই

সভায় বক্তব্য দিচ্ছেন আইজিপি বাহারুল আলম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৯:৩৮ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪৫

রাজধানীসহ বিভিন্ন জেলায় প্রায়ই ছিনতাইসহ নানা অপরাধের ঘটনা ঘটছে। এ অবস্থায় সারাদেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো জাদু নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শনিবার রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।

সচিবলায়ের অগ্নিকাণ্ড সম্পর্কে পুলিশপ্রধান বলেন, আগুনের ঘটনায় তদন্ত চলমান। তদন্ত কমিটি বিস্তারিত জানাবে। 

পুলিশ একটি ক্রান্তিকাল অতিবাহিত করছে উল্লেখ করে আইজিপি বলেন, বাহিনীর ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনো পতিত হতে হয়নি। জুলাই-আগস্ট বিপ্লব-পূর্ব ও বিপ্লবোত্তর পুলিশের মধ্যে বিস্তর ব্যবধান। বিপ্লব-পূর্ব সময়ে পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। ফলে পুলিশকে জনরোষের শিকার হতে হয়েছে। পুলিশের নেতৃত্ব স্তর ভেঙে পড়েছিল। জনআস্থা থেকে ছিটকে পড়েছিল পুলিশ। উদ্যম, আগ্রহ আর নিষ্ঠা নিয়ে আমরা পুলিশকে সংগঠিত করছি। এখন চ্যালেঞ্জ হচ্ছে পুলিশকে সুসংগঠিত করা, জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলা। পুলিশ যাতে আর কখনো জনবিরোধী অবস্থানে ফিরে যেতে না পারে সে ব্যবস্থা করা।

অনুষ্ঠানে আইজিপি ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক বাহারুল আলম প্রধান অতিথি এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ইয়াসমিন গফুর। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির মহাসচিব অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী। অনুষ্ঠানে আইজিপি সমিতির পক্ষ থেকে পাঁচজন অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ পুলিশ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তিনজন পুলিশ কর্মকর্তাকে ‘এস এম আহসান স্মৃতি পুরস্কার' প্রদান করা হয়। নির্যাতনের শিকার নারী ও শিশু সুরক্ষায় ভিকটিম সাপোর্ট কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একজন নারী পুলিশ কর্মকর্তাকে প্রদান করা হয় ‘প্রফেসর অনামিকা হক লিলি-ড. এম এনামুল হক অ্যাওয়ার্ড’। 


 

আরও পড়ুন

×