ঢাকা কলেজ
ছাত্রদলের দু’পক্ষের বিরোধের মধ্যে ৩৬৮ সদস্যের কমিটি বৈষম্যবিরোধীদের

ছবি- সংগৃহীত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৬:০৩
সাংগঠনিক বিস্তৃতির অংশ হিসেবে ঢাকা কলেজে ৩৬৮ সদস্যের আহ্বায়ক কমিটি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৬ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
গত ২৪ ডিসেম্বর ঢাকা কলেজে আহ্বায়ক কমিটি দিয়েছে ছাত্রদল। এ নিয়ে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ সড়ক অবরোধ ককটেল বিস্ফোরণে অস্থির অবস্থা বিরাজ করছে ঢাকা কলেজ ক্যাম্পাসে। এরমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও সেখানে কমিটি দিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন জেলা উপজেলায় কমিটি করলেও শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি দিয়েছে খুব কম। এর আগে শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ১৫১ সদস্যের কমিটি করেছে তারা।
ঢাকা কলেজের কমিটিতে আফজাল হোসেনকে আহ্বায়ক, আমানুল্লাহ ফারাবিকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, সজীব উদ্দীনকে সদস্যসচিব, আবু বকর সাঈমকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব, ইমরান নাজিরকে মুখ্য সংগঠক এবং আশরাফুল ইসলাম হাফিজকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১০ জনকে যুগ্ম সদস্যসচিব, ১৫ জনকে সংগঠক এবং ৩২৬ জনকে সদস্য করা হয়েছে।
এর আগে ২৭ ডিসেম্বর তারা শেখ বোরহানুদ্দীন কলেজের ৭১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। শেখ বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের আংশিক কমিটিতে সাইদুর রহমানকে আহ্বায়ক, নাজমুল হাসানকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, তালিব মাহমুদ সাদকে সদস্যসচিব, নাদিম খান নিলয়কে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব, ওবায়েদ উল্যাহকে মুখ্য সংগঠক এবং মুদ্দাসির হোসেন মঈনকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ৬ জনকে যুগ্ম আহ্বায়ক, ১১ জনকে যুগ্ম সদস্যসচিব, ৫ জনকে সংগঠক এবং ৪৩ জনকে সদস্য করা হয়েছে।
এ ছাড়া ১৯ টি জেলায় কমিটি দিয়েছে প্লাটফর্মটি। এগুলো হলো- কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, নেত্রকোনা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, জামালপুর, কুমিল্লা, রংপুর, যশোর, কুড়িগ্রাম, লালমনিরহাট, সিলেট, গাজীপুর ও গাইবান্ধা।