অতিরিক্ত আইজিপি ও চার পুলিশ সুপার পদে পরিবর্তন

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ | ২০:০৬
বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিককে পদায়ন করা হয়েছে। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
আদেশে বলা হয়, পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে।
পুলিশের ১২তম ব্যাচের কর্মকর্তা আবু হাসান মুহম্মদ তারিক ২০২২ সালের ১৭ জানুয়ারি অতিরিক্ত আইজিপি হন। পরের মাসের ২ ফেব্রুয়ারি তিনি রাজশাহী পুলিশ একাডেমির প্রিন্সিপালের দায়িত্ব পান।
প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক ছাড়াও আরও আট পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। তারা হলেন- নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুরে, পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোরে, টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রামে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মিজানুর রহমানকে টাঙ্গাইলের পুলিশ সুপার করা হয়েছে।
এছাড়া দিনাজপুরের এসপি হিসেবে পদায়নকৃত জাকির হোসেনের বদলি আদেশ বাতিল, চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে আবু সায়েম প্রধানের আদেশ বাতিল এবং ডিএমপির ডিসি মোহাম্মদ মাহবুব হাসানকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।
অপরদিকে, সচিবালয়ে নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ সরিয়ে দেওয়া হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করে একটি আদেশ জারি হয়েছে।
সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ বিল্লাল হোসেনকে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। ওই রাতে ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় সোয়ানুর জামান নয়ন নামে এক ফায়ার ফাইটার নিহত হন। আগুন লাগার পর সচিবালয়ের সামনের রাস্তা পুলিশ বন্ধ না করার কারণে ফায়ার ফাইটার নয়নের মৃত্যুর অভিযোগ ওঠে। এই অভিযোগের তিনদিন পর সচিবালয়ে নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা ডিসি এম তানভীর আহমেদকে সরানো হলো।
গত বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ২টার কিছু আগে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ১০ ঘণ্টায় আগুন নেভানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিস বলছে, ভবনের ৬, ৭, ৮ ও ৯ তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি, সেখানকার অধিকাংশ নথি পুড়ে গেছে।