অস্ট্রেলিয়ান এডুকেশন রোড শো শুরু বুধবার

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫ | ১১:৪১
বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে এক দিনের শিক্ষা মেলা ‘অস্ট্রেলিয়ান এডুকেশন রোড শো-২০২৫। এ মেলার আয়োজন করছে এডুকেশন কনসাল্টেন্সি স্টাডিনেট। আগামী বুধবার রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান হোটেলে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ রোডশো অনুষ্ঠিত হবে।
এতে শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
এতে অংশ নিতে আগ্রহীরা অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ গ্রহণ করতে পারবেন। সঙ্গে আনতে হবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, সিভি এবং আইইএলটিএস স্কোর। স্টাডিনেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।
অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে (https://www.studynet.com.au/expo-bd) এই লিংকে।
আয়োজকরা জানান, এ রোড শোতে প্রায় ৩০টি শীর্ষস্থানীয় অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। শিক্ষার্থীরা সরাসরি তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রোগ্রাম, কোর্স, টিউশন ফি, স্কলারশিপ এবং ক্রেডিট ট্রান্সফারের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এতে শিক্ষার্থীরা স্পট অ্যাসেসমেন্ট এবং দ্রুত অফার লেটার পাওয়ার সুযোগও থাকছে। ফলে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এই রোডশো একটি সুযোগ হতে পারে শিক্ষার্থীদের জন্য।
অস্ট্রেলিয়ায় ৫০ হাজারের বেশি কোর্স এবং শিক্ষার্থীদের জন্য ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ রয়েছে। লেখাপড়া পুরোটাই হয় অ্যাসাইনমেন্ট এবং গবেষণার মাধ্যমে। এখানে একজন শিক্ষার্থীর যত বেশি জানার আগ্রহ থাকবে, সে তত বেশি শিখতে পারবে। বর্তমানে অস্ট্রেলিয়া সরকার মাইগ্রেশন সহজ করেছে এবং সুযোগ-সুবিধাও বাড়িয়েছে।
- বিষয় :
- শিক্ষা
- বিদেশে উচ্চশিক্ষা