ড. ইউনূসের পদত্যাগের দাবিটি সঠিক নয়: রিউমর স্ক্যানার

ভুয়া ফটোকার্ড। ছবি- সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫ | ১৪:১০
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসের সরে দাঁড়িয়েছেন বলে প্রচারকৃত ফটোকার্ডটি সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। সম্প্রতি এক পোস্টে এ সংক্রান্ত গুজব খোলাসা করেছে প্রতিষ্ঠানটি।
রিউমর স্ক্যানার জানিয়েছে, ভুয়া একটি পদত্যাগপত্রে ড. ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে দাবি করা হচ্ছে। আদতে এমন কিছু ঘটেনি। গত সেপ্টেম্বরে শেখ হাসিনার নামে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ভুয়া একটি চিঠি ভাইরাল হলে তার কাউন্টার হিসেবে এই চিঠিটি প্রচার করা হয়। সেটিরই তারিখ ও ওপরের লোগো বদলে দিয়ে এখন আবার প্রচার করা হচ্ছে।