সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মেহেদীর জামিন স্থগিতই থাকছে

মমতাজ উদ্দিন মেহেদী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫ | ০০:৩৭
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদীর জামিন আরও তিন সপ্তাহ স্থগিত করেছেন আপিল বিভাগ। পাশাপাশি তাঁর জামিন প্রশ্নে জারি করা রুল বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এই সময়ের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।
আদালতে মেহেদীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জাব্বার ভূঁইয়া। গত ১০ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে অ্যাডভোকেট মেহেদীকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় হাইকোর্ট জামিন দেওয়ার পর এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।
মেহেদীর বিরুদ্ধে ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ কর্মসূচির নামে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গ্রুপে আওয়ামী লীগের পক্ষে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। সন্ত্রাস দমন আইনে তাঁর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ ছাড়া তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার অভিযোগে মামলা রয়েছে।
- বিষয় :
- সন্ত্রাসবাদ
- সুপ্রিম কোর্ট
- জামিন