ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

দুই জেলায় আট সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

শরীয়তপুরে আহত সমকালের প্রতিনিধি হাসপাতালে ভর্তি

দুই জেলায় আট সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

শরীয়তপুর সদর হাসপাতালের সংবাদ প্রকাশের জেরে ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ ১০/১২ জনকে নিয়ে ছুরি, হাতুড়ি দিয়ে সমকালের জেলা প্রতিনিধির ওপর হামলা চালান। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে -সমকাল

 মাদারীপুর ও লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:২২ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ০৭:২১

শরীয়তপুর ও লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলায় আট সাংবাদিক আহত হয়েছেন। গতকাল সোমবার পৃথক হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন সমকালের শরীয়তপুর জেলা প্রতিনিধি সোহাগ খান সুজন। তাঁকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীপুরে আহত চার সাংবাদিকও হাসপাতালে ভর্তি।

শরীয়তপুরে আহত অন্যরা হলেন নিউজ২৪-এর জেলা প্রতিনিধি বিধান মজুমদার, বাংলা টিভির নয়ন দাস ও দেশ টিভির সাইফুল ইসলাম আকাশ। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৮ জানুয়ারি শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলে দেন। এ নিয়ে সংবাদ প্রকাশ করেন জেলার গণমাধ্যমকর্মীরা। ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয় দেওয়া নুরুজ্জামান শেখ নামে এক ব্যক্তি ডা. ইলিয়াসের পক্ষ নিয়ে নামসর্বস্ব অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করেন। এ বিষয় নিয়ে নুরুজ্জামানের সঙ্গে সুজনসহ বেশ কয়েকজন সাংবাদিকের বাগ্‌বিতণ্ডা হয়। গতকাল দুপুর ১টার দিকে নিজের অফিসে যাচ্ছিলেন সুজন। পথে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে নুরুজ্জামান ও তার ভাই শামীম শেখসহ ১০-১২ সন্ত্রাসী ছুরি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে রক্ষায় এগিয়ে গেলে সাংবাদিক বিধান মজুমদার, নয়ন ও সাইফুলের ওপর হামলা চালায় তারা। পরে আহতদের সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। 

চিকিৎসাধীন সুজন বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে আমার প্রতি ক্ষিপ্ত ছিল নুরুজ্জামান। এ কারণে গতকাল সে সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়। এ ঘটনার বিচার দাবি করছি।’

বিধান মজুমদার বলেন, ‘নুরুজ্জামানসহ ১০-১২ সন্ত্রাসী সুজনের ওপর দেশি অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তাঁকে রক্ষায় এগিয়ে গেলে আমাদের ওপরেও হামলা চালানো হয়।’
শরীয়তপুর প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। সঠিক বিচার না পেলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সদরের পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরে সন্ত্রাসীর হামলায় আহত ৪ সাংবাদিক
লক্ষ্মীপুরে সন্ত্রাসীর হামলায় চার সাংবাদিক আহত হয়েছেন। গতকাল সদর উপজেলার গণেশ শ্যামপুর এলাকায় এ ঘটনায় আহতরা হলেন দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ ও আব্দুল মালেক নিরব। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত নিরব ও আলাউদ্দিন জানান, পেশাগত কাজে গতকাল বিকেল ৪টার দিকে দত্তপাড়া ইউনিয়নের গণেশ শ্যামপুর গ্রামে যাচ্ছিলেন তারা। এ সময় মুখোশপরা সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। তাদেরকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ সময় ফয়সাল গুলিবিদ্ধ হন। মারধরে আহত হন রফিক, আলাউদ্দিন ও নিরব। সন্ত্রাসীরা রফিকের মোটরসাইকেল ভাঙচুর করে এবং সবার ক্যামেরা ও টাকা ছিনিয়ে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে দত্তপাড়া ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। এর তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন জেলার সাংবাদিকরা।

চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। তবে সন্ত্রাসীদের আটকে অভিযান চলছে।

আরও পড়ুন

×