গুম কমিশনে অভিযোগ
উল্টো ঝুলিয়ে নির্যাতন করা হতো মাজেদকে

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ০৪:৪৫
ব্যবসায়ী লুৎফুল্লাহেল মাজেদকে বাসা থেকে তুলে নিয়ে আয়নাঘরে রাখা হয়েছিল। উল্টো করে নির্যাতনের পর পানি চাইলে তাঁকে বলা হয় প্রস্রাব খেতে। গুম-সংক্রান্ত কমিশনে দেওয়া অভিযোগে এমন তথ্য জানিয়েছেন এই ব্যবসায়ী।
অভিযোগে বলা হয়, গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাজেদের ওপর নেমে আসে ভয়ংকর নির্যাতন। অস্ত্রধারীরা বাসা থেকে তুলে নেওয়ার ৬ দিন পর তাঁকে মিথ্যা মামলায় কারাগারে পাঠায়। আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট মুক্তি পান।
মাজেদ এভিয়েশন খাতের ঠিকাদারি প্রতিষ্ঠান এরোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিএনপির ময়মনসিংহ জেলার সহসভাপতি। তিনি জানান, ২৮ জুলাই রাতে তাঁকে রাজধানীর গুলশানের বাসা থেকে সাদা পোশাকের অস্ত্রধারী ব্যক্তিরা তুলে নেয়। গাড়িতে তোলার আগে যমটুপি পরিয়ে দেওয়া হয়।
অভিযোগে মাজেদ আরও জানান, শেখ হাসিনার পতনের আন্দোলনে অংশ নেওয়ার কারণেই তাঁকে গুমের শিকার হতে হয়েছিল। গুমকারীরা তাঁর কাছে জানতে চান ছাত্র আন্দোলনে কত টাকা খরচ করেছেন, লন্ডন থেকে তারেক রহমান কত টাকা পাঠিয়েছেন। নির্যাতনের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে ৩ আগস্ট তাঁর চোখ খোলা হয়। পরে তাঁকে পাঠানো হয় কারাগারে।