বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার

বিশ্ব ইজতেমায় মোনাজাত (ফাইল ফটো)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭:৫৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮:০০
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)। এই আয়োজন চলবে রোববার পর্যন্ত।
দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হচ্ছে দিল্লির নিজামউদ্দিন মারকাজের সা’দ আহমদ কান্ধলবীর অনুসারী বা সাদপন্থিদের ব্যবস্থাপনায়। সাদপন্থিদের মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে দ্বিতীয় পর্বের প্রস্তুতি প্রায় শেষের দিকে বলে জানানো হয়।
আজ বৃহস্পতিবার ভোর থেকেই ইজতেমা ময়দানে মুসল্লিরা সমবেত হতে শুরু করেছেন। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।
এর আগে জুবায়ের আহমদপন্থিদের আয়োজনে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ধাপে প্রথম পর্বের ইজতেমা সম্পন্ন হয়। শুরায়ে নেজামের (যোবায়ের অনুসারী) দ্বিতীয় ধাপের ওই ইজতেমায় উর্দু ও বাংলা ভাষায় মোনাজাত করা হয়।
মোনাজতে শেষে মূল মঞ্চ থেকে জানানো হয় আগামী (২০২৬) বছরের ইজতেমা ২ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি প্রথম ধাপ অনুষ্ঠিত হবে। পরের ধাপ হবে ৯ থেকে ১১ জানুয়ারি।
- বিষয় :
- বিশ্ব ইজতেমা