ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিমান কেবিন ক্রু ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা স্থগিত

বিমান কেবিন ক্রু ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু ইউনিয়ন

সমকাল প্র‌তি‌বেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২২:৪০

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু ইউনিয়ন কর্মীদের বার্ষিক সাধারণ স্থগিত করা হয়েছে। শুক্রবার থেকে রাজধানীতে ২ দিনব্যাপী এ সভা হওয়ার কথা ছিল। ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আক্তার লোটাসের সই করা বিজ্ঞপ্তিতে সভা স্থগিত করার তথ্য জানানো হয়।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বিমানের প্রশাসন বিভাগের এক কর্মকর্তা জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে বার্ষিক সাধারণ সভা করার অভিযোগ উঠেছে কেবিন ক্রু ইউনিয়ন কিছু কর্মীর বিরুদ্ধে। এ ছাড়া সংগঠনটির কয়েকজন নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে বিমানের লিগ্যাল শাখা। এজন্য বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন

×