ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সমকালের নামে ভুয়া ফটোকার্ড

সমকালের নামে ভুয়া ফটোকার্ড

ফ্যাক্টচেক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫ | ১২:৪৪

পবিত্র রমজান উপলক্ষে সর্বস্তরে সংযমের বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে শনিবার সন্ধ্যায় দেওয়া এক বাণীতে এ বার্তা দেন।

এমন বার্তার প্রেক্ষিতে জাতীয় দৈনিক সমকালের ফটোকার্ডের আদলে তৈরি “নারায়নগঞ্জের প্রান, শামীম ওসমান” নামের পেজ থেকে একটি ভুয়া ফটোকার্ডের মাধ্যমে দাবি করা হচ্ছে, “রমজানে সুদ দেওয়া নেওয়া পরিহার করতে বললেন বিশ্বের প্রভাবশালী মুসলিম ড. ইউনূস”।

মূলত, ফেসবুক পেজে “রমজান উপলক্ষে সর্বস্তরে সংযমের বার্তা প্রধান উপদেষ্টার” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ডকে সম্পাদিত করে ওই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়।

সুতরাং, ছড়িয়ে পড়া সম্পাদিত ওই ফটোকার্ডটি ভুয়া। দৈনিক সমকাল এই শিরোনামে কোনো সংবাদ প্রকাশ করেনি। সমকালের নামে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন

×