ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিসিএস চাকরিপ্রার্থীর বিক্ষোভে লাঠিপেটা, ৮ মে ধরে পরীক্ষার সূচি প্রকাশ

বিসিএস চাকরিপ্রার্থীর বিক্ষোভে লাঠিপেটা, ৮ মে ধরে পরীক্ষার সূচি প্রকাশ

বৃহস্পতিবার ৪৬তম বিসিএস চাকরিপ্রার্থীর বিক্ষোভে লাঠিপেটা করা হয়। করে পুলিশ। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫ | ২১:৩৪

আগারগাঁওয়ে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে আন্দোলনরত চাকরিপ্রার্থীর ওপর লাঠিপেটা করেছে যৌথ বাহিনী। এ সময় কয়েকজনকে আটকও করা হয়। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসি কার্যালয়ের সামনে চলছিল ধারাবাহিক আন্দোলন। 

বৃহস্পতিবারও চলে বিক্ষোভ-সমাবেশ। বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে পিএসসির দিকে যেতে চাইলে যৌথ বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, লিখিত পরীক্ষা ৮ মে থেকে শুরুর ব্যাপারে অনড় পিএসসি। আজ প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে লিখিত পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। যদিও সূচি প্রকাশের পর জরুরি সভায় বসে পিএসসি। সভার সিদ্ধান্ত এখনও জানা যায়নি। এর আগে মঙ্গলবার আন্দোলনকারীদের ছয় প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন পিএসসি চেয়ারম্যান। বৈঠকে তিন দিন সময় চেয়েছিল পিএসসি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নেওয়ার পর চাকরিপ্রার্থীরা সেখান থেকে পিএসসি অভিমুখে রওনা দিতে চাইলে যৌথ বাহিনী প্রথমে তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। চাকরিপ্রার্থীরা জোর করে পিএসসির দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠিপেটা শুরু করে। 

প্রকাশিত পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ৮ মে প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা পরীক্ষা হবে। ১৯ মে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি  বিষয়ের পরীক্ষার মাধ্যমে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শেষ হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৯ মে প্রথম দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। প্রথম দফায় প্রকাশিত ফলে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হন।

গত ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর ফের ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়।  প্রকাশিত ফলে আগে উত্তীর্ণসহ মোট ২১ হাজার ৩৯৭ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এই বিসিএসে মোট পদসংখ্যা ৩ হাজার ১৪০টি। 
 

আরও পড়ুন

×