কল্যাণপুরে ৯ তরুণ নিহত
সাবেক আইজিপিসহ তিনজনকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হবে

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৫ | ২১:১৬
রাজধানীর কল্যাণপুরে ২০১৬ সালে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণ নিহতের ঘটনায় করা মামলায় পুলিশ সাবেক প্রধান একেএম শহীদুল হকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এ আদেশ দেন। পাশাপাশি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ জুলাই পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
জানা গেছে, আদালতের নির্দেশ অনুযায়ী সাবেক আইজিপি শহীদুল হককে ২৫ মে, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে ২৭ মে এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি জসীম উদ্দীন মোল্লাকে ২৯ মে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হবে।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের শুনানিতে আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় প্রার্থনা করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে সময় ও জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। এ সময় সাবেক আইজিপি শহীদুল হকসহ তিন আসামি ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরের জাহাজবাড়ি নামে একটি ভবনে ‘অপারেশন স্টর্ম-২৬’ নামে জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয় ৯ জন। নিহতের পরিবারের দাবি, জঙ্গি নাটক সাজিয়ে তাদের ‘হত্যা’ করা হয়।