প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৫ | ১৯:১২ | আপডেট: ১১ মে ২০২৫ | ১৯:১৩
গত ৫ মে সমকাল অনলাইনে প্রকাশিত ‘হাসপাতালে বসে মামলার বাদীকে হুমকি’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. জাহাঙ্গীর আলম।
প্রতিবাদপত্রে তিনি লিখেছেন, ‘দিলীপ কুমার আগরওয়ালা ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি। ইতোপূর্বে অনেকগুলো মিথ্যা মামলায় তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি গুরুতর অসুখ হয়ে মুমূর্ষু অবস্থায় আদালতের নির্দেশে হাসপাতালের প্রিজন সেলে বন্দি রয়েছেন। কারাগারে অবস্থান বা চিকিৎসার জন্য হাসপাতাল প্রেরণ প্রতিটি বিষয়ই আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করে। কারা জীবনের প্রথম থেকেই পরিবারের সদস্যরা উনার সঙ্গে দেখা করতে পারছেন না। উনার পক্ষে যেখানে স্বাভাবিকভাবে কথা বলা কোনোভাবেই সম্ভব নয়, সে ক্ষেত্রে হাসপাতালের প্রিজন সেলে বসে মামলার বাদীকে হুমকি দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভুয়া, বিভ্রান্তি মূলক ও উদ্দেশ্য প্রণোদিত। এছাড়া উনার প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা কর্মচারী উনার মামলা বা মামলাসংক্রান্ত কোনো বিষয়ে সম্পৃক্ত নন।’
তিনি আরও বলেন, ‘ওই সংবাদে অ্যাটর্নি জেনারেলের নাম জড়িয়েও বিভ্রান্তি মূলক তথ্য প্রকাশ করা হয়। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দিলীপ কুমার আগরওয়ালার কোনো ধরনের পরিচিতি নেই।’
প্রতিবেদকের বক্তব্য
প্রকাশিত প্রতিবেদনে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ তুলে ধারা হয়েছে। গত ৫ মে ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে ওই অভিযোগ করেন নিহত আশিকের বড় বোন তাহমিনা আক্তার। প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য প্রকাশিত প্রতিবেদনে নেই।
- বিষয় :
- সংবাদ সম্মেলন
- সংবাদ