ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চিকিৎসার জন্য থাইল্যান্ডে আহত সাত জুলাই যোদ্ধা, যাবেন আরও ২০ জন 

চিকিৎসার জন্য থাইল্যান্ডে আহত সাত জুলাই যোদ্ধা, যাবেন আরও ২০ জন 

ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫ | ২০:২২

উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে আহত সাত জুলাই যোদ্ধাকে। মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের থাইল্যান্ডে পাঠানো হয়। তারা দেশটির স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেবেন।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সবাইকে অ্যাম্বুলেন্সে বিমানবন্দরে নেওয়া হয়। এ নিয়ে মোট ৪৭ জন আহত জুলাই যোদ্ধাকে বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে অনেকেই উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন। আরও ২০ জনেরও বেশি আহত যোদ্ধাকে দেশের বাইরে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, আহত সাতজনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন একজন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন একজন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস থেকে তিনজন ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে দু’জন ছিলেন। এর মধ্যে সিএমএইচের আশরাফুলের শরীরের ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। ৫ আগস্ট আন্দোলনের সময় তিনি যাত্রাবাড়ী এলাকায় ছিলেন। নিউরোসায়েন্সেসে চিকিৎসাধীন তরুণের বাম পা অবশ হয়ে গেছে। বাকি সবাই স্নায়ুজনিত কারণে স্বাভাবিক চলাচলের সক্ষমতা হারিয়েছেন। সর্বশেষ খোকন চন্দ্র বর্মণ নামে এক জুলাই যোদ্ধা মুখের সার্জারির প্রথম ধাপ শেষ করে রাশিয়া থেকে দেশে ফিরে এসেছেন গত ৭ মে।

আরও পড়ুন

×