নবীন নাবিকদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৫ | ০০:৩৩
বাংলাদেশ নৌবাহিনীর এ-২০২৫ ব্যাচের ৪৬৩ জন নবীন নাবিকের বুটক্যাম্প ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি ছিলেন।
এ সময় তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এর পর কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
নৌবাহিনীর এ-২০২৫ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে পেশাগত ও সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা দেখিয়ে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌ-প্রধান পদক’ লাভ করেন গালিব আল মাহাদী অর্ণব। দ্বিতীয় স্থান অধিকার করে হাসিব হোসেন ‘কমখুল পদক’ এবং তৃতীয় স্থান অধিকার করে নাঈম গাজী ‘শের-ই-বাংলা পদক’ পান।
নবীন নাবিকদের উদ্দেশ্যে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি শক্তিশালী দেশ গড়ে তুলতে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নৌবাহিনীর অগ্রযাত্রায় সব নৌ-সদস্যের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা এবং পেশাগত উৎকর্ষের প্রশংসাও করেন তিনি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ইন-এইড-টু সিভিল পাওয়ার এর আওতায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করায় নৌবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
- বিষয় :
- নাবিক