ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বৃহস্পতিবারের মধ্যে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি

বৃহস্পতিবারের মধ্যে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৫ | ২৩:৫০

জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা ১২ দিন কলমবিরতি ও কর্মবিরতি পালনের পর অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে গত রোববার কর্মসূচি প্রত্যাহার করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে ২৯ মে বৃহস্পতিবারের মধ্যে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে আন্দোলনের জন্য গঠিত ওই পরিষদ।

রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, এনবিআর বিলুপ্তির জন্য পাস হওয়া অধ্যাদেশের বিষয়ে বর্তমান চেয়ারম্যান লুকোচুরির আশ্রয় নেন এবং যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হন। অধ্যাদেশের খসড়া প্রস্তুতি থেকে প্রতিটি ধাপে তিনি লুকোচুরির আশ্রয় নিয়েছেন এবং চরম অসহযোগিতা করেছেন। সেই সঙ্গে সরকারকে ভবিষ্যৎ রাজস্ব কাঠামো নিয়ে এনবিআরের কর্মকর্তাদের আশা-আকাঙ্ক্ষার কথা জানানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এ কারণে তারা এনবিআরের বর্তমান চেয়ারম্যানের 
পদত্যাগ চান। 
গত বৃহস্পতিবার রাজস্ব সংস্কার ঐক্য পরিষদ প্রধান উপদেষ্টাকে দেওয়া স্মারকলিপিতে চারটি দাবি করে। এগুলো হলো– এনবিআর অধ্যাদেশ বাতিল, চেয়ারম্যানকে অপসারণ, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির প্রতিবেদন প্রকাশ এবং অংশীজনের মতামত নিয়ে রাজস্ব সংস্কার নিশ্চিত করা। গত সোমবার অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, জাতীয় রাজস্ব বোর্ড থাকবে এবং একে অর্থ মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগে উন্নীত করা হবে। রাজস্বনীতির পৃথক কাঠামো কীভাবে হবে তা এনবিআর, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি এবং অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। 

গতকালের সংবাদ সম্মেলনে রাজস্ব বোর্ডের ডেপুটি কমিশনার শাহাদাত জামিল বলেন, বর্তমান চেয়ারম্যানের প্রতি বিশ্বাস ও আস্থার চরম সংকট তৈরি হওয়ায় তাঁর সঙ্গে লাগাতার অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে। আরও বক্তব্য দেন অতিরিক্ত কর কমিশনার মোনালিসা শাহরিন এবং উপকর কমিশনার রইসুন নেসা। 
সংবাদ সম্মেলনে বলা হয়, আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করার পর দেশের সব কর, ভ্যাট ও কাস্টমস অফিসের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরেছে। আন্দোলনের কারণে কাজ যতটুকু কম হয়েছে, আগামী দিনগুলোতে অতিরিক্ত সময় কাজ করে তা পুষিয়ে দেবেন। 
আগামী মাসে ‘কেমন এনবিআর চাই’– এই শিরোনামে সেমিনারের আয়োজনের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। এর আগে গতকাল রোববার রাতে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়। ফলে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশের সব দপ্তরে পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচিও আপাতত স্থগিত রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১৪ থেকে ২৫ মে পর্যন্ত পর্যায়ক্রমে কলমবিরতি ও কর্মবিরতি পালন করা হয়। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি ও বাজেট কার্যক্রমকে আন্দোলনের আওতামুক্ত রাখা হয়। এখন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত হলেও এনবিআর চেয়ারম্যান অপসারণ না হওয়া পর্যন্ত তাঁর সঙ্গে অসহযোগিতা চলবে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আশা করে, সরকার যথাসময়ে চেয়ারম্যানকে অপসারণ করে রাজস্ব প্রশাসনে আস্থার পরিবেশ ফিরিয়ে আনবে। অন্যথায় তারা নতুন কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেবে।

আরও পড়ুন

×