দুদকের মামলায় সাজা থেকে খালাস তারেক রহমান ও জোবাইদা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৫ | ১৮:১৩ | আপডেট: ২৮ মে ২০২৫ | ১৮:৪৬
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ৯ বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিন বছরের সাজা থেকে তাঁর স্ত্রী জোবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রায়ে সাজার বিরুদ্ধে জোবাইদা রহমানের করা আপিল মঞ্জুর করে বিচারিক আদালতের রায় বাতিল করা হয়েছে। বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেন।
একই মামলায় তারেক রহমান আলাদা করে আপিল করেননি। তবে জোবাইদা রহমানের আপিলের সঙ্গে তাঁরও খালাসের আবেদন করা হয়েছিল। এই রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলায় খালাস পেয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আদালতে জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী জাকির হোসেন ভূঞা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।
রায়ের পর তারেক রহমানের খালাস প্রসঙ্গে আইনজীবী এস এম শাহজাহান সাংবাদিকদের বলেন, যে সম্পত্তিগুলো তারেক রহমানের নামে দেখানো হয়েছে, একটাও জ্ঞাত আয়বহির্ভূত না, অসাধু না। একটা টাকা বা একটা সম্পত্তিও বাংলাদেশের বাইরে না। বাংলাদেশের বাইরে এই পরিবারের কোনো ঠিকানা নেই।
এম শাহজাহান আরও বলেন, ‘সেনানিবাসে মইনুল রোডের বাড়িটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে দেওয়া হয়েছিল। এই মামলায় দুদক বলছে, সেটা তারেক রহমানের অর্জিত সম্পদ এবং এটা অবৈধ সম্পদ। অথচ এটা নিয়মকানুন মেনে বরাদ্দ দেওয়া হয়েছিল। আরেকটা সম্পত্তি আছে গুলশানে। সেটাও রাষ্ট্রীয়ভাবে দেওয়া। ৩৩ টাকা মূল্যমানের। অথচ মামলায় তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছিল।’
১৩ মে হাইকোর্টের এই বেঞ্চ তিন বছরের সাজার বিরুদ্ধে আপিল দায়েরের জন্য জোবাইদার করা ৫৮৭ দিনের বিলম্ব মার্জনার আবেদন মঞ্জুর করেন। পরদিন তিনি হাইকোর্টে সাজার বিরুদ্ধে আপিল দায়ের করেন। একইদিন তাঁকে এ মামলায় জামিন দেন হাইকোর্ট। এরপর ২২ ও ২৬ মে জোবাইদার করা আপিলের শুনানি গ্রহণ করা হয়।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। পরে ওই মামলায় ২০২৩ সালে ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তারেক রহমানকে ৯ বছর ও জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ২ অক্টোবর জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ১৭ বছর পর ৬ মে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরেন তিনি। এর আগে স্বামী তারেক রহমানের সঙ্গে তিনি ২০০৮ সালে লন্ডনে যান। অন্যদিকে তারেক রহমান এখনও যুক্তরাজ্যে অবস্থান করছেন।