ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সচিবালয়ে সপ্তাহে ২ দিন দর্শনার্থী প্রবেশ নিষেধ

সচিবালয়ে সপ্তাহে ২ দিন দর্শনার্থী প্রবেশ নিষেধ

সচিবালয়ের গেট। ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৫ | ২৩:০১

সপ্তাহের দুই দিন সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার সচিবালয়ে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বুধবার এই নির্দেশনা দিয়েছেন। 


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (সচিবালয় নিরাপত্তা শাখা) মো. জসিম উদ্দীন আজ রাতে সমকালকে বলেন, সপ্তাহে দুই দিন অর্থাৎ, প্রতি সোমবার ও বৃহস্পতিবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আগামীকাল বৃহস্পতিবার জারি করা হবে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগে সচিবালয়ে সপ্তাহে এক দিন (সোমবার) দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল। এখন থেকে সপ্তাহে দুই দিন (সোমবার ও বৃহস্পতিবার) দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।


এর আগে, সরকারি কর্মকর্তাদের বিক্ষোভকে কেন্দ্র করে গত ২৭ মে বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন

×