ঈদুল আজহা
পর্যটনকেন্দ্রে ঈদ উৎসব

সিলেটের জাফলংয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকের ভিড় সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৫ | ০১:২০ | আপডেট: ১১ জুন ২০২৫ | ০৮:৪৫
এবার ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে ঈদের চতুর্থ দিন মঙ্গলবারও দেশের বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রে পর্যটকের ভিড় লক্ষ্য করা গেছে। গরম উপেক্ষা করে পরিবার নিয়ে পাহাড়, সৈকত ও পার্কে ঘুরতে বের হচ্ছেন তারা।
চট্টগ্রাম ব্যুরো জানায়, পতেঙ্গা সমুদ্রসৈকত, ফয়’স লেক, চিড়িয়াখানা, মিরসরাইয়ের মহামায়াসহ বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন পর্যটক। সৈকতের বালুচরে শিশু-কিশোরের ছোটাছুটি, সেলফি তোলা, স্পিডবোটে সাগর ভ্রমণ, পানিতে নেমে ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতে উঠছেন তারা। সবচেয়ে বেশি ভিড় হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা ও ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কে। পাহাড়ের পাঁচ কিলোমিটারের আঁকাবাঁকা লেক, ওয়াটার পার্ক সি-ওয়ার্ল্ডের কৃত্রিম সমুদ্র, অ্যামিউজমেন্ট পার্কের রাইড– সব স্থানই মুখর ছিল। চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, ঈদের দিন ২ হাজার, পরদিন ১০ হাজার ও সোমবার ১৩ হাজার দর্শনার্থী চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলেন।
রাঙামাটি অফিস জানায়, পাহাড় আর হ্রদঘেরা রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন পর্যটকরা। পর্যটনের আইকন ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, কাপ্তাই-আসামবস্তি সড়কসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকের ঢল নেমেছে। এ ছাড়া পর্যটকরা কাপ্তাই হ্রদে নৌভ্রমণ করছেন। মেঘের রাজ্য বলে সাজেক পর্যটন ভ্যালিতে ভিড় বেড়েছে। মঙ্গলবার সেখানে তিন হাজার পর্যটক ভ্রমণ করেছেন।
কমলগঞ্জ প্রতিনিধি জানান, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঈদের ছুটির তিন দিনে আড়াই হাজার পর্যটক এসেছেন। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক বলেন, ঈদে পর্যটকের উপস্থিতি সব সময়ই বেশি হয়ে থাকে। বেশি পর্যটকের কারণে কিছুটা বিঘ্ন হলেও এখানে গাইডরাও রয়েছেন। তাদের বলে দেওয়া হয়েছে, বন ও পরিবেশের যাতে ক্ষতি না হয় সেসব বিষয়ে খেয়াল রাখতে।
ফুলবাড়িয়া প্রতিনিধি, ঈদের তৃতীয় দিনেও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চলে প্রকৃতিপ্রেমীর ভিড় দেখা গেছে। একই অবস্থা উপজেলার বড়বিলা ও আলাদিনস পার্কে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেশের নানা প্রান্তের মানুষ পরিবার-পরিজন নিয়ে সন্তোষপুর বনাঞ্চলে আসেন।
নরসিংদী প্রতিনিধি জানান, দর্শনার্থীর ভিড়ে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ঈদের দিন থেকে শুরু করে গতকাল পর্যন্ত উপচে পড়া ভিড় দেখা গেছে। পার্কটিতে রয়েছে নানা ধরনের আকর্ষণীয় রাইড এবং বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা, যা দর্শনার্থীদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। পার্কটির ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, দর্শনার্থীরা যাতে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে আনন্দ করতে পারেন, সে জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।
রাজবাড়ী প্রতিনিধি জানান, ঈদ উপলক্ষে রাজবাড়ীর বিনোদন কেন্দ্রগুলোতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন দর্শনার্থী। রাজবাড়ী শহর থেকে তিন কিলোমিটার দূরে পদ্মার গোদার বাজার পয়েন্টে জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন পয়েন্ট হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ইট, পাথর, টাইলস দিয়ে ‘পদ্মাপুলক’ নামে একটি স্থাপনা তৈরি করা হয়েছে, যেখানে নাগরদোলা, শিশুদের খেলনা ও নানান মুখরোচক খাবার পাওয়া যাচ্ছে। ভিড় লক্ষ্য করা গেছে পদ্মা নদীর উড়াকান্দা এলাকায়।
- বিষয় :
- পর্যটন কেন্দ্র