সৌহার্দ্য
উপহারের চেয়েও বেশি কিছু

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য উপহার হিসেবে একটি কলম ও পরিবেশবিষয়ক দুটি বই নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ০১:৩১ | আপডেট: ১৪ জুন ২০২৫ | ১২:২১
প্রিয়জনের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় উপহার দেওয়ার প্রথা বহু পুরোনো। প্রায় সব দেশে সব যুগে এই সামাজিক রীতি মানা হয়। নতুন করে সেটিই স্মরণ করালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন তিনি। তবে খালি হাতে যাননি। উপহার হিসেবে দুটি বই ও কলম নিয়ে গিয়েছিলেন।
গতকাল বাংলাদেশ সময় বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ফেসবুক পেজে এ উপহারের ছবি পোস্ট করেন। বইয়ের মধ্যে রয়েছে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের লেখা ‘নো ওয়ান ইজ টু স্মল টু মেক অ্যা ডিফারেন্স’ (কেউই এত ছোট নয় যে, পরিবর্তন আনতে পারবে না) এবং মোনা আরশি ও ক্যারেন ম্যাকার্থি উলফ সম্পাদিত ‘নেচার ম্যাটারস: ভাইটাল পোয়েমস ফ্রম দ্য গ্লোবাল মেজরিটি’ (প্রকৃতির গুরুত্ব: বিশ্বব্যাপী সংখ্যাগরিষ্ঠদের গুরুত্বপূর্ণ কবিতা)।
এর মধ্যে গ্রেটা থুনবার্গের বইটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু সংকট সম্পর্কে লেখা। এটি মূলত বিশ্বের বিভিন্ন ফোরামে দেওয়া বক্তৃতার সংকলন। বইটির জন্য সে বছর ‘ওয়াটারস্টোনস বুকসেলার লিমিটেড’ তাঁকে বর্ষসেরা লেখক হিসেবে মনোনীত করে। সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা বিশ্বনেতাদের প্রতি জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলে ধরার জন্য পরিচিত। অ্যামাজনে এই বইটির দাম দেখা গেছে ৭ দশমিক ৩৫ পাউন্ড (প্রায় ১ হাজার ২০০ টাকা)।
অন্য বইটি নির্বাচিত কবিতা সংগ্রহ। এটি প্রকৃতি এবং পরিবেশবিষয়ক। বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের দৃষ্টিকোণ থেকে লেখা। এ সংগ্রহে বিভিন্ন দেশ ও জাতির কবিদের লেখা কবিতা স্থান পেয়েছে। বইটি সম্পাদনার সঙ্গে যুক্ত মোনা আরশি ও ক্যারেন ম্যাককার্থি ব্রিটিশ লেখক। এই বইয়ের চিত্ররূপময় এবং বৈচিত্র্যময় কবিতাগুলোতে জলবায়ু সংকট, নৃতাত্ত্বিকতা, নগর প্রকৃতি, নির্জনতা, বিচ্ছিন্নতা, প্রতিবাদ, সহানুভূতি, আদিবাসী জ্ঞান এবং বিকল্প ইতিহাস উঠে এসেছে। প্রকাশক ফেবারের ওয়েবসাইটের তথ্যমতে, এই বইটির দাম ১৪ দশমিক ৯৯ পাউন্ড (প্রায় ২ হাজার ৫০০ টাকা)।
এ ছাড়া উপহার দেওয়া কলমটি ওয়াটারম্যান হেমিস্ফিয়ার ব্র্যান্ডের। ফ্রান্সে তৈরি। রুচিশীল নকশা এবং মসৃণ লেখার অভিজ্ঞতার জন্য এই কলম বিখ্যাত। অ্যামাজনে কলমটির দাম দেখা গেছে ১৪৩ দশমিক ৭৪ ডলার (প্রায় ১৭ হাজার টাকা)। মডেল, রং ও বিক্রেতা ভেদে কলমটির দাম হেরফের হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ বলেন, ‘উপহার হিসেবে বই এবং কলম দেওয়া গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। এ উপহার পরস্পরের মধ্যে একটি সম্মান, উৎসাহ প্রদান, ক্ষমতায়ন এবং সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার বহন করে।’
- বিষয় :
- বিএনপি
- তারেক রহমান
- উপহার