ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মিরপুরে গুলি ছুড়ে ব্যবসায়ীর টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার ৬

মিরপুরে গুলি ছুড়ে ব্যবসায়ীর টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার ৬

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ০৫:৩৪ | আপডেট: ১৮ জুন ২০২৫ | ০৬:৫৪

রাজধানীর মিরপুরে দিনের বেলায় প্রকাশ্যে গুলি ছুড়ে ও ছুরিকাঘাত করে মানি একচেঞ্জ ব্যবসায়ীর ২২ লাখ টাকা লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে লুণ্ঠিত অর্থ, বিদেশি অস্ত্র ও গাড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। 

উপকমিশনার জানান, বুধবার দুপুর ২টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ বিষয়ে কথা বলবেন। 

এর আগে ২৭ মে সকাল ১০টার দিকে রাজধানীর মিরপুর–১০ নম্বরের ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলিতে টাকা লুটের এ ঘটনা ঘটে। তখন পুলিশ ২২ লাখ টাকা ছিনতাইয়ের কথা জানায়। তবে ভুক্তভোগী দাবি করেন, লুট করা ব্যাগটিতে ৩ হাজার ৫৫০ মার্কিন ডলারসহ অন্যান্য দেশের মুদ্রা ছিল, যা বাংলাদেশি প্রায় ৩৫ লাখ টাকার সমান।

সেদিন ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ক্যাপ ও মাস্ক পরা একজনকে গুলি ছুড়তে দেখা যায়। আরেকজনের হাতেও ছিল আগ্নেয়াস্ত্র। পরে দুই অস্ত্রধারী ও তাদের সহযোগী চারজন দুটি মোটরসাইকেলে উঠে চলে যায়।
 

আরও পড়ুন

×