ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৩ সপ্তাহে ১৪০ জনের শরীরে চিকুনগুনিয়া শনাক্ত

৩ সপ্তাহে ১৪০ জনের শরীরে চিকুনগুনিয়া শনাক্ত

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ২১:১২

চলতি মাসের প্রথম ৩ সপ্তাহে ১৪০ জনের দেহে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআর,বি)। 

সোমবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের বিভিন্ন শাখায় জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে আরটি-পিসিআর পরীক্ষা করাতে আসা ১৭১ জন রোগীর মধ্যে ১৪০ জনের দেহে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৮২ শতাংশ, যা গত বছরের তুলনায় উদ্বেগজনকভাবে বেড়েছে।

এতে আরও বলা হয়েছে, ঢাকাবাসীসহ সবাইকে চিকুনগুনিয়া বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

আরও পড়ুন

×