ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

২০২৬ সালের উচ্চমাধ্যমিক

পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে পূর্ণ সময় ও নম্বরে

পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে পূর্ণ সময় ও নম্বরে

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ০১:৩২ | আপডেট: ২৬ জুন ২০২৫ | ০১:৩৩

মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সে সময় সশরীরে ক্লাস হয়নি প্রায় দেড় বছর। এরপরও শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাসে বসতে পারেননি। এতে এলোমেলো হয়ে পড়ে শিক্ষাপঞ্জি।

যার রেশ এখনও রয়ে গেছে। ফলে চলতি ২০২৫ সালেও এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত (পুনর্বিন্যাসকৃত) সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে। তবে সংক্ষিপ্ত সিলেবাসের গ্যাঁড়াকল থেকে এবার বেরিয়ে আসছে শিক্ষা বোর্ডগুলো। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাস, পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ায় উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকার্যক্রম ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। 

এসব শিক্ষার্থী ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে।

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষাও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। বিষয়টি দেশের সব শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিতকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এনসিটিবির নির্দেশনায়।

আরও পড়ুন

×