প্রাণিস্বাস্থ্যের বিষয়ে কোনো আপোষ চলবে না: উপদেষ্টা ফরিদা

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ২২:৪৬
প্রাণিস্বাস্থ্য নিশ্চিত করেই মানুষের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, অসুস্থ প্রাণির মাংস খেয়ে মানুষও আক্রান্ত হতে পারে। তাই প্রাণিস্বাস্থ্যের বিষয়ে কোনো আপোষ চলবে না। প্রাণি ও মানুষের স্বাস্থ্য আলাদা করে দেখার সময় এখন আর নেই।
রোববার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যানিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের আয়োজিত ‘ডিন’স অ্যাওয়ার্ড ও ওরিয়েন্টেশন ২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
উপদেষ্টা বলেন, সরকার ক্ষুরারোগসহ সংক্রামক রোগ নিয়ন্ত্রণে কাজ করছে। রোগ নিয়ন্ত্রণে সফলতা এলে গরুর মাংস রপ্তানির সুযোগ তৈরি হবে। উৎপাদন বাড়িয়ে খরচ কমানো গেলে দেশীয় মাংসের দামও সহনীয় হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেকৃবির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক প্রমুখ।
- বিষয় :
- উপদেষ্টা