সাবেক এমপি শেখরের স্ত্রীর প্লট জব্দের আদেশ

সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী সিমা রহমান
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ১৮:৩৯ | আপডেট: ০১ জুলাই ২০২৫ | ১৯:৪৩
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সাইফুজ্জামান শেখরের স্ত্রী সিমা রহমানের নামে থাকা কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প ও পূর্বাচলের নতুন শহরের ১০ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একটি পারিবারিক সঞ্চয়পত্র, ১টি গাড়ি ও ২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে উপসহকারী পরিচালক জাকির হোসেন আদালত এ তথ্য নিশ্চিত করেন।
প্লটের মূল্য ধরা হয়েছে ৪১ লাখ ৫০ হাজার টাকা। গাড়ি, ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রের মূল্য আছে ৪৯ লাখ ১০ হাজার ৪২৯ টাকা।
আবেদনে বলা হয়, আসামি সিমা রহমান তার স্বামীর সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন ও দণ্ডবিধি আইনে মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন অবস্থায় রয়েছে। তদন্তকালে আসামি সিমা রহমানের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করে আত্মগোপনের সম্ভাবনা রয়েছে। মামলাটি তদন্তের স্বার্থে সিমা রহমানের অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া একান্ত আবশ্যক। এর আগে গত ১৫ অক্টোবর সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী সিমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।