রাজধানীতে ২ ঘন্টার মধ্যে ছিনতাইকারীর কবলে ২ গণমাধ্যমকর্মী

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০ | ১০:৩৮
রাজধানীর মোহাম্মদপুর ও মগবাজার এলাকায় একই রাতে দুই ঘন্টার ব্যবধানে ছিনতাইকারীদের কবলে পড়েছেন দুইজন গণমাধ্যমকর্মী। এর মধ্যে সোমবার রাত ১১টার দিকে মগবাজার এলাকায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে বেসরকারি টিভি চ্যানেল আরটিভির কর্মী মিথুন চৌধুরীর নগদ টাকা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এর দুই ঘন্টা পর রাত একটার দিকে মোহাম্মদপুরের জাফরাবাদে ধারালো অস্ত্র ঠেকিয়ে ভোরের কাগজের সিনিয়র রিপোর্টর দেব দুলাল মিত্রের কাছ থেকে টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনা দু'টি পুলিশ জানলেও মঙ্গলবার পর্যন্ত এসব ঘটনায় কেউ আটক হিয়নি এবং ছিনিয়ে নেওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা যায়নি।
আরটিভির কর্মী মিথুন চৌধুরী জানান, রাত ১১টার দিকে তিনি কর্মস্থল থেকে বেরিয়ে রেললাইন ধরে পায়ে হেঁটে মগবাজারের বাসায় ফিরছিলেন। হঠাৎ পেছন থেকে এসে কেউ তার চোখে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। তিনি দুই হাত দিয়ে চোখ রক্ষার চেষ্টার সময়ে পকেটে থাকা ১৫ হাজার টাকা কেড়ে নেয়। প্যান্টের অন্য পকেটে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও ছিনতাইকারীরা তা করতে ব্যর্থ হয়।
মগবাজারের ওই ছিনতাইস্থলটি হাতিরঝিল থানা এলাকার মধ্যে পড়েছে। ওই থানার পরিদর্শক (তদন্ত) মহীউদ্দিন ফারুক বলেন, ছিনতাইয়ের ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গেছে। এর সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে ছিনতাইয়ের শিকার দেব দুলাল মিত্র জানান, তিনি শংকর বাসস্ট্যান্ড থেকে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পশ্চিম ধানমন্ডি জামে মসজিদ পার হওয়ার পর বিপরীত দিক থেকে রিকশা যোগে আসা দুই ছিনতাইকারী তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগে এক তরুণ গলায় ছুরি ধরে চিৎকার দিলে মেরে ফেলার হুমকি দেয়। অন্যজন পকেট থেকে মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আনুমানিক এক মিনিটের কম সময়েই রিকশাসহ ছিনতাইকারীরা সটকে পড়ে। ওই ঘটনায় তিনি মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ জানান, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা যাচাই করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।