পি কে হালদারের দশ সহযোগীকে দুদকে তলব

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১ | ১০:১১
পিপলস লিজিংয়ের অর্থ আত্মসাতের অভিযোগে পি কে হালদারের দশ সহযোগীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত চিঠিতে তাদের আগামী ২-৩ ফেব্রুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
জানা গেছে, পি কে হালদারসহ তাদের বিরুদ্ধে পিপলস লিজিং থেকে দুই হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই অভিযোগ বিষয়ে তাদের বক্তব্য জানতে চাওয়া হবে। নির্ধারিত তারিখে যারা হাজির হবেন না, অভিযোগ সম্পর্কে তাদের বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান থাকবে।
অভিযুক্ত দশজনের মধ্যে আগামী ২ ফেব্রুয়ারি তলব করা হয়েছে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানির মালিক গিয়াস উদ্দিন চৌধুরী, পরিচালক সামির কাদের, সামিহা কাদের চৌধুরী, সাজিয়া কাদের চৌধুরী, এপিলেন্ট বিল্ডার্সের চেয়ারম্যান সুলতানা আয়রিন পারভীন ও এমডি হাসিবুল বাশারকে।
আগামী ৩ ফেব্রুয়ারি ডাকা হয়েছে কর্ণপুর এগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. আকতার হোসাইন বুলবুল, এমডি মোছা. ফরিদা জাহান বুলবুল, এলাইড সোলার এনার্জির চেয়ারম্যান মো. মোস্তফা আল মাহমুদ ও এমডি মো. আতিকুল্লাকে।
- বিষয় :
- পি কে হালদার
- সহযোগী
- দুদকে তলব