ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্বাধীনতা পদকপ্রাপ্ত ড. খসরুজ্জামান চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

স্বাধীনতা পদকপ্রাপ্ত ড. খসরুজ্জামান চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০১:১১ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০১:২৩

স্বাধীনতা পদকপ্রাপ্ত ড. খসরুজ্জামান চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। তিনি ছিলেন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও মুক্তিযোদ্ধা। ২০১৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রুজ শহরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

খসরুজ্জামান চৌধুরীর জন্ম সিলেট জেলার বিয়ানী বাজারে। ১৯৭৬ সালে তিনি পাকিস্তানের সিভিল সার্ভিসে যোগদান করেন। '৭১ এ কিশোরগঞ্জের মহকুমা প্রশাসক থাকাকালে মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেন এবং প্রবাসী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। স্বাধীনতার পরই বাংলাদেশের সর্ববৃহৎ জেলা ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক পদে যোগদান করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক এ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স এবং সিরাকিউজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করে লুইজিআনা অঙ্গরাজ্যের সাদার্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, ফিন্যান্স এবং পাবলিক পলিসি বিষয়ে অধ্যাপনা করেন।

ড. খসরুজ্জামান চৌধুরীর লেখা ছোট গল্প, কবিতা, ছড়া, দেশ ভ্রমণ ও কৌতুক দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে বিদেশে মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। 

উল্লেখ্য, ড. খসরুজ্জামান চৌধুরী ১৯৭১ সালে দেশের স্বাধীনতা সংগ্রামে কিশোরগজ্ঞে নেতৃত্ব দেন এবং সংগঠক হিসেবে সাহসী ও অনন্য ভূমিকা রাখার জন্য ২০১৪ সালে বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করেন।

আরও পড়ুন

×