পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ
পুলিশ সম্পর্কে মিথ্যা তথ্য উপস্থাপন করেছে আল জাজিরা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:০০
কাতারভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল 'আল জাজিরায়' গত ২ ফেব্রুয়ারি প্রচারিত 'অল দ্য প্রাইম মিনিস্টারস্ মেন' প্রতিবেদনটিকে অসৎ উদ্দেশ্যে প্রচারিত দুরভিসন্ধিমূলক প্রতিবেদন উল্লেখ করে তা প্রত্যাখান করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। পাশাপাশি প্রতিবেদনটিতে পুলিশকে জড়িয়ে দেওয়া তথ্যেরও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। শুক্রবার সংগঠনটি থেকে গণমাধ্যমে ওই প্রতিবাদপত্র পাঠানো হয়।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডিএমপির কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলমের পক্ষে সংগঠনটির দপ্তর সম্পাদক ও ডিএমপির ধানমন্ডি জোনাল টিমের এডিসি আর এম ফয়জুর রহমান ওই প্রতিবাদপত্র পাঠান।
এতে বলা হয়, ‘আল জাজিরার প্রতিবেদনে জনৈক ব্যক্তির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিএমপি কমিশনার কর্তৃক উৎকোচ গ্রহণের মাধ্যমে ওসি পদায়নের কথা উল্লেখ রয়েছে। ওই ব্যক্তি আদৌ এ ধরণের বক্তব্য দিয়েছেন, নাকি কাট, কপি ও পেস্ট করে ওই বক্তব্য তৈরি করা হয়েছে সে সম্পর্কে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নিশ্চিত নয়। তবে সাক্ষাৎকারে পুলিশ সম্পর্কে তার প্রদত্ত বক্তব্য কল্পনা নির্ভর।’
প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘থানায় ওসি পদায়নে স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ প্রধান প্রশাসনিক কর্মপদ্ধতি অনুযায়ী কোনোভাবেই সম্পৃক্ত নন। সর্বমহলে গ্রহণযোগ্য সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে এ ধরণের বক্তব্য অনভিপ্রেত ও অনাকাঙ্খিত। এর মাধ্যমে প্রতীয়মান হয় যে, ওই ব্যক্তির পুলিশে বদলি বা পদায়ন সম্পর্কে নূন্যতম ধারণা নেই। ডিএমপি কমিশনারকে জড়িয়ে থানায় ওসি বদলি বা পদায়নে উৎকোচ গ্রহণের প্রসঙ্গের অবতারণা বাতুলতা মাত্র। এ ধরণের বক্তব্য তার কল্পনাপ্রসূত এবং বানোয়াট।’
প্রতিবাদপত্রে পুলিশ বাহিনীর নানা প্রসংশনীয় ও সাহসী কার্যক্রম তুলে ধরে বলা হয়, মহান স্বাধীনতাযুদ্ধে পাক বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধের সূচনাকারী পুলিশের প্রত্যেক সদস্য রাষ্ট্র, সরকার ও জনগণের প্রতি অবিচল আস্থা এবং শ্রদ্ধা রেখে দেশ ও জনগণের কল্যাণে অহর্নিশ কাজ করে যাচ্ছেন। পুলিশ দেশের যে কোনো প্রয়োজন ও সংকটে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে অঙ্গীকারাবদ্ধ। আইজিপি ড. বেনজীর আহমেদের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ও লক্ষ্য পূরণে যখন পুলিশ এগিয়ে যাচ্ছে, যখন ২০৪১ সালের উন্নত বাংলাদেশের উপযোগী করে বাংলাদেশ পুলিশকে গড়ে তোলা হচ্ছে, তখন একটি মহলের এ ধরণের দুরভিসন্ধিমূলক প্রতিবেদন প্রচার অত্যন্ত অনাকাঙ্খিত।