ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়াল

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়াল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৯ | ০৮:১৩

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হন ৩৪৮ জন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৯০ হাজার ২৭৮ জন। 

গত শনিবার এক দিনে নতুন রোগীর সংখ্যা তিনশ'র নিচে নামলেও পরদিন থেকে তা ক্রমান্বয়ে বাড়তে থাকে। আক্রান্তদের মধ্যে প্রায় প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছেন।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে রোববার রাত পৌনে ১১টায় ডেঙ্গু আক্রান্ত রেখা মল্লিক (৪৫) নামে এক নারী মারা গেছেন। তিনি কেশবপুর উপজেলার চিত্ত মল্লিকের স্ত্রী। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, রেখা মল্লিক শনিবার ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৩৯ জন মারা গেলেন। তবে ডেঙ্গুজনিত কারণে ৮১ জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, নতুন রোগীদের মধ্যে ঢাকায় ৯০ জন এবং বাকি ২৫৮ জন দেশের অন্যান্য এলাকায় ভর্তি হয়েছেন।

সরকারি তথ্যমতে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে গেছেন ৮৮ হাজার ৭০৯ জন। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগী আছেন এক হাজার ৩২৭ জন। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৪৫৫ জন।

আরও পড়ুন

×